চিরচেনা নিজেকেই কেনো চিনেত পারছেনা আলিয়া ভাট
চিরচেনা নিজেকেই কেনো চিনতে পারছেন না আলিয়া! বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের মা হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। তখন তার কন্যা রাহা আসে তার কোল জুড়ে।
চিরচেনা নিজেকেই কেনো চিনতে পারছেন না আলিয়া! বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের মা হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। তখন তার কন্যা রাহা আসে তার কোল জুড়ে। একসময় যে রণবীর কাপুরকে আলিয়ার বাবা মহেশ ভাট লেডিসম্যান বলেছিলেন, মজার বিষয় হলো সেই রণবীরকে নিয়েই কিন্তু এখন আলিয়ার সংসার চলছে। জানা গেছে, রণবীরের সঙ্গে যেমন পরিকল্পনা করেছিলেন, ঠিক সেই মাফিকই কাজ করছেন আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি মেয়ে রাহাকেও সময় দিচ্ছেন তিনি। মেয়েকে বড় করে তোলার জন্য নিজেকেও নতুন করে আবিষ্কার করছেন। একদিকে মেয়ে যেমন বড় হচ্ছে, তার মাতৃত্বেরও বয়স বাড়ছে। আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী, তা ভালোভাবেই জানেন স্বামী রণবীর। তাই পেশাদার অভিনেত্রী হিসাবে আলিয়াকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন কাপুর খান্দানের বরপুত্র রণবীর। সন্তান জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীর ঘরনী। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন, সেই ব্যাপারে সব রকমভাবে পাশে রয়েছেন রণবীর। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, মেয়ের জন্মের পর স্বামী - স্ত্রী একটি বিষয়ে এককাট্টা ছিলেন। এটা জানাতে গিয়ে আলিয়া বলেন, মেয়ের জন্মের পরই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়বো না কখনো। রাহাকে কখনো আমি দেখবো, কখনো রণবীর দেখবে। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকবো। এই তারকা দম্পতি যেমন পরিকল্পনা করেছিলেন, সেই অনুযায়ীই কাজ করছেন। তবুও যেনো বদলে যেতে হলো আলিয়াকে। অবস্থা এমন যে নিজেকেই চিনতে পারছেন না তিনি। জানা যায়, কোনোদিন সেইভাবে বই পড়ার অভ্যাস ছিল না আলিয়া'র। ছোটবেলায় পড়াশোনায় খুব একটা মনও ছিল না তার। শুধু জানালার বাইরে তাকিয়ে থাকতেন আর দিবাস্বপ্ন দেখতেন। এই মজার তথ্য আলিয়া নিজেই জানিয়েছেন। কিন্তু রাহা জীবনে আসার পর বই তার জীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিনই একটি করে বই তিনি রাহাকে পড়ে শোনান। আলিয়া আরও জানান, মেয়ে আসার পর তার জীবনই বদলে গেছে। তিনি বলেন, আমার মনে হয় না আগের মানুষটা আর আছি। জীবনের অর্থ বদলে গেছে। অভিনেতারা এমনিতেই আত্মকেন্দ্রিক হন। সারাক্ষণ নিজেদের নিয়ে ভাবিত। কিন্তু রাহা হওয়ার পর কে আলিয়া ভুলে গেছি। সারাক্ষণ শুধুই রাহা, রাহা। সারাক্ষণ মাথায় মেয়ের চিন্তাই ঘুরতে থাকে
What's Your Reaction?